মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক

মির্জাপুরে চাহিদার থেকে সরবরাহ বেশি তাই দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানি ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে প্রায় ১৬ হাজার গবাদিপশু। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, চলতি বছরে উপজেলার কোরবানির পশুর চাহিদা ১৪ হাজার ৫৬৭টি, আর প্রস্তুত হয়েছে ১৬ হাজার ৬৭টি পশু। ফলে চাহিদার তুলনায় প্রায় দেড় হাজার পশু বেশি প্রস্তুত করা হয়েছে।

রোববার (১ জুন) মির্জাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার বলেন, ‘এ বছর কোরবানিযোগ্য পশুর মধ্যে রয়েছে ৪ হাজার ৫৮৪টি ষাঁড়, ৩৯৫টি বলদ, ৫৩৩টি গাভী, ৭০টি মহিষ, ১০ হাজার ৩৩৬টি ছাগল এবং ১৪৯টি ভেড়া। খামারি ও গৃহস্থদের দেশীয় প্রজাতির পশু লালনে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হয়েছে।’

জানা যায়, মির্জাপুর উপজেলার কাইতলা ও দেওহাটা হাট এ অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট। এসব হাটে রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, জামালপুর, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা।

পশুর দাম প্রসঙ্গে খামারিরা জানান, এ বছর পশুর দাম কিছুটা কম, যা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় সাইজের একটি গরুর দাম ৩ থেকে ৭ লাখ টাকা, মাঝারি সাইজের গরু ১.৫ থেকে ২ লাখ টাকা এবং ছোট সাইজের গরু ৬০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি হচ্ছে। ছাগলের দাম বড় সাইজে ৩০-৭০ হাজার, মাঝারি সাইজে ২০-৪০ হাজার এবং ছোট সাইজে ১০-১৫ হাজার টাকা। মহিষ বিক্রি হচ্ছে ৯০ হাজার থেকে ২ লাখ টাকায়।

পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম জানান, হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাট ইজারাদার, ব্যাপারী ও ক্রেতাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102