কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা পরিষ্কার বার্তা পেয়েছি তারেক রহমানের কাছে থেকে। দলের ভিতরে কোনো ধরনের অনিয়ম, শৃঙ্খলা বিরোধী কাজ ও চাঁদাবাজি-দখলবাজির কোনো জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেই। যারা এটা করার চেষ্টা করবেন তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
আমরা একটি দুর্নীতি মুক্ত, একটি সুশৃঙ্খল বাংলাদেশের জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
গতকাল শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে ঈদ পরবর্তী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ধরণের হটকারী রাজনীতিতে বিশ্বাস করে না। কোনো ধরনের দখলবাজি-চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না।
আমরা এই ৩৬ দিন পালন করব। এই অভ্যুত্থানের মধ্যে দিয়েই গণতন্ত্র উত্তরণের জন্য আগমী নির্বাচন যাতে করে জনগণের অংশ গ্রহণে একটি সফল-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সেই জন্য আমরা কাজ করব।’
সংস্কার ধীর গতিতে হচ্ছে অথবা দ্রুত গতিতে হচ্ছে, সেই বিষয়টার চেয়েও বড় কথা হলো এই সংস্কারকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কার ছাড়া এই যে অতীতের ফ্যাসিবাদের জরাজীর্ণ বাংলাদেশ। উন্নত বাংলাদেশে অগ্রযাত্রায় যেতে হলে আমাদের অবশ্যই সংস্কার প্রয়োজন। এই জন্য আমরা বলেছি আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদের নির্বাচন, সংস্কার ও বিচার সব কিছু চলমান থাকবে। সংস্কার যেটুকু সম্ভব সরকার চালিয়ে নিচ্ছেন। আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। নির্বাচন হবে, নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে এই সংস্কার চলবে ও ফ্যাসিবাদের বিচার হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।