বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘‘খরা মৌসুমে পানি না পাওয়ায় জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করে বাস্তবায়ন করেছিলেন। এতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের অনেক উপকার হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ফের খাল খনর কর্মসূচি হাতে নেওয়া হবে।’’
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গোসাইবাড়ী কুমুল্লী এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, ‘‘তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপি নির্বাচিত হলে, স্কুল-কলেজ, রাস্তাঘাট, মাদ্রাসা, হাসপাতালসহ সার্বিক উন্নয়ন করা হবে।’’
তিনি আরো বলেন, ‘‘বিএনপি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে টাঙ্গাইলের উন্নয়ন করা হবে। নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।’’