মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে মৌসুমী বৃষ্টির প্রভাবে ধানের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষক!!! মধুপুরে মাইক্রোবাস চাপায় এক নারী নিহত মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!!

মধুপুরে মৌসুমী বৃষ্টির প্রভাবে ধানের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষক!!!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

আলকামা সিকদারঃ নিম্নচাপের প্রভাবে টানা মৌসুমী বৃষ্টির কারণে টাঙ্গাইলের মধুপুরসহ আশপাশের উপজেলাগুলোর রোপা আমন ধান মাটিতে লুটিয়ে পরায় ধানের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষক।

ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধাপাকা ও কাঁচা ধানে এমন ক্ষতির কারণে মাথায় হাত পরেছে কৃষকের। জানা গেছে, আগামী ৫–৬ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষ দিকে অসময়ের টানা বৃষ্টিতে মাঠের ধান লুটিয়ে পরায় এমন ক্ষতির সমুক্ষিন হতে হলো কৃষকদের।

দীর্ঘস্থায়ী বর্ষণে ধানক্ষেতের পাশাপাশি আনারস,পেঁপে, কলা ও শাকসবজির খেতেও পানি জমে গেছে। এতে ফলন ও গুণগত মান দুই-ই ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে কাঁচা ও হলুদ হয়ে আসা ধানের খেত মাটিতে শুয়ে রয়েছে। অনেক জায়গায় হেক্টরের পর হেক্টর জমির ধান একেবারে কাদায় মিশে গেছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, কয়েক মাসের কষ্টের ফসল ঘরে তোলার আগেই বৃষ্টিতে ধান পড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। সময় মতো রোদ না পেলে ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এছাড়া অসময়ে এমন ক্ষতির কারণে ধার দেনা করে আবাদ করা কৃষকরা বিশেষ ক্ষতির মুখেও পরছেন বলে জানান একজন কৃষক। তারা বলেন, এমন বৃষ্টি আর যেন না হয় আল্লাহর কাছে দোয়া করছি। এখনো যদি আল্লাহ পরিবেশ শুস্ক করে দেন তাহলে কিছুটা হলেও আমরা রক্ষা পাব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102