বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বলেছেন, আওয়ামী লীগের আমলের নির্বাচনে প্রার্থীর ঠেলাঠেলি ছিল না। এত বিলবোর্ট ছিল না। এবার বিলবোর্ডে ছেয়ে গেছে। কেন? তারা মনে করেন, নমিনেশন পাইলেই পাস।
আর যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, এখন যারা এমপি হতে চান, তখন ওইসব নেতা মনে করেছেন- এত ঠেকা নাই নমিনেশনের, পাস করুম না—ফেল করুম, টাকা-পয়সা খরচ কইরা পরিশ্রম কইরা লাভ কী। তখনকার অবস্থা এই রকম ছিল। আর এইবার অবস্থাটা অন্য রকম। তারা মনে করছেন, নমিনেশন পাইলেই পাস। এ জন্য এত বিলবোর্ড দিয়েছেন।
গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা পূর্বপাড়া বিএনপি কর্তৃক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘যেমন কর্ম তেমন ফল। জীবনে পরীক্ষা দেয় নাই, সে পাস করবে না।
পরীক্ষা না দিলে পাস করা যাবে না যেমন, এবারের প্রক্ষাপটটাও সে রকম ভিন্ন।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘এইবারের নমিনেশনটা খুব সহজ অঙ্ক। ১৭ বছর আন্দোলন-সংগ্রাম যারা যারা করেছেন, তাদের বাইরে বাংলাদেশে নমিনেশন হবে না। সেখান থেকে নমিনেশন দেবেন নেতা তারেক রহমান। এমপি যাদের বানাতে চান তাদের চিনতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে।
আজগানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি ডি এম শওকত আকবর, সহসভাপতি তমিজউদদীন আহমেদ, উপদেষ্টা মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ল ইসলান স্বপন।