মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

মাওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই-নাহিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্ব নিয়েই ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন দেশ গড়তে চাই। জাতীয় নাগরিক পার্টির যে দর্শন, চিন্তা তারমধ্যে মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসেবে দেখি।”

তিনি আরো বলেন, “মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ। ভাসানী ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মহান নেতার কবর জিয়ারতের মাধ্যমে আমরা টাঙ্গাইলের কার্যক্রম শুরু করছি।”

সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল শহরে প্রবেশ করেন। এসময় দলের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু করবে দলটি। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102