টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার খরাবরে মর্মান্তিক এক ঘটনার খবর পাওয়া গেছে। সেখানে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে আকলিমা খাতুন অপি (২০) নামে এক গৃহবধূ। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে স্থানীয়রা ও পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। বিস্তারিত অনুসন্ধান শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।