মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

সখীপুরে বাবাকে খুন করে পালিয়েছে ছেলে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিজ বাড়িতে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে তাকে খুন করে তার ছেলে পালিয়ে গেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির রান্না ঘরে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে, নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদ আলী মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। লাশ উদ্ধারের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো কারণে ছেলেই সম্ভবত বাবাকে খুন করেছে– এমন অভিযোগ করছেন স্থানীয়রা।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102