মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন টাংগাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা মধুপুরে মৌসুমী বৃষ্টির প্রভাবে ধানের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষক!!! মধুপুরে মাইক্রোবাস চাপায় এক নারী নিহত মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে

মির্জাপুরে আশ্রয়ন প্রকল্পের ৪১৯টি ঘরের মধ্যে ১২০টি তালাবন্ধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিনা মূল্যে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ৪১৯টি ঘরের মধ্যে ১২০টিতেই কেউ না থাকায় তালা ঝুলছে। উপজেলার বানাইল ইউনিয়নের নরদানা গ্রামের আশ্রয়ণ প্রকল্পসহ অধিকাংশ আশ্রয় প্রকল্পেই এই দৃশ্য দেখা গেছে।

বিগত সরকার উপজেলার ভূমিহীন-গৃহহীন ৪১৯ ভবঘুরে অসহায় পরিবারকে দুই শতক জমিসহ ঘর দিয়েছিল। কিন্তু অনেকেই এই সুযোগ পাওয়ার পরও আশ্রয়ণ প্রকল্পে না থেকে অন্যত্র থাকছেন। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ৫ নম্বর বানাইল ইউনিয়নের অধীনে নরদানা গ্রামে আশ্রয়ণের ২৯টি ঘর রয়েছে। সরেজমিনে ঐ এলাকায় গিয়ে ২২ টি ঘরে তালা ঝুলতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, বন্ধ ঘরগুলোতে শুরু থেকেই কেউ থাকে না। মাসে দুই-একবার অনেক ঘরে লোক দেখা যায়। কেউ আবার মাসে একবার এসে বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে যায়। একটি ঘরের মালিকানা এসিল্যান্ড অফিসের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কেউ কেউ আশ্রয়ণের ঘর বিক্রি করে দেওয়ার পাঁয়তারাও করছেন। একই অবস্থা দেখা গেছে ১০ নম্বর গোড়াই ইউনিয়নের দেওহাটা আশ্রয়ণ প্রকল্পেও। এখানে ২০/২২ টি ঘরে তালা ঝুলতে দেখা গেছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, দুই-একটি আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দকৃত ঘরে লোকজন থাকে না বলে খবর পাওয়া গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি কেউ ঘরে না থাকেন তবে বরাদ্দকৃত জমিসহ তার ঘর বাতিল করে অন্য হতদরিদ্রদের মধ্যে সেগুলো বরাদ্দ দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102