মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন টাংগাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা মধুপুরে মৌসুমী বৃষ্টির প্রভাবে ধানের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষক!!! মধুপুরে মাইক্রোবাস চাপায় এক নারী নিহত মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে

টাংগাইলে দুই দিনের সফরে মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার দুই দিনের সরকারি সফরে টাঙ্গাইল আসছেন। এ সময় তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সফর ও মতবিনিময় করবেন।

উপদেষ্টার সফর সূচি সূত্রে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের মিলনায়তনে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করবেন। সেখানে মতবিনিময় শেষে বিকেলে তিনি দেলদুয়ার উপজেলার পাথরাইল ইসকন মন্দিরে দেলদুয়ার উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। উক্ত মতবিনিময় শেষে স্থানীয় বেশকয়েকটি মন্দির পরিদর্শন করবেন বলে জানা গেছে।

রাতে তিনি দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উবিনিগ (উপদেষ্টার পূর্বের কর্মরত স্থান) আওতাধীন বিশ্রামাগারে রাত্রি যাপন করবেন।

এর পরদিন মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের অধীনে কর্মরত সকল কর্মকর্তাদের সাথে এবং মাঠ পর্যায়ের খামারিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করবেন। উক্ত মতবিনিময় সভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে উপদেষ্টার সফর সূচি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা আব্দুল্লাহ আল-নূর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মহোদয়কে বরণ করার অপেক্ষায় রয়েছি। পাশাপাশি দেলদুয়ার উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাননীয় উপদেষ্টা মহোদয়ের আগমন উপলক্ষে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অত্যন্ত তৎপর রয়েছেন। আশা করি মাননীয় উপদেষ্টা মহোদয়ের এই সরকারি সফর সফল হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102