নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ (২৪) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী তানজিনা।
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আকাশ কালিহাতী উপজেলার আউলিয়াবাদ মধ্যেপাড়া গ্রামের হারুনের ছেলে।

																
								
                                    
									
                                
							
							 
                    






												
												
												
												
												
												
												
												
												
												