মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

সখিপুরে বহুরিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (১৭মার্চ) সখিপুর উপজেলার চতল বাইদ করোটিয়াপাড়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আইয়ুব খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম, সখিপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ,উপজেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, যুবদলের আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল ।

এ সময় কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন,শ্রমিক দলের সভাপতি আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানভীর শহীদ,সখিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন,নূরে আজম, জুয়েল রানা,ছাত্রদল সভাপতি মোঃ একাব্বর হোসেনসহ সখিপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস কে উদ্দেশ্য করে বলেন, সুষ্ঠু নির্বাচন দিন, এ দেশের জনগণ ১৪ সালে ভোট দিতে পারে নাই,১৮ সালে দিতে পারে নাই, ২৪ সালেও এদেশের গণতান্ত্রিক মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নাই। তাই সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। প্রায় ২কোটি নতুন ভোটারসহ দেশের মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়।

পরে ইফতার মাহফিলে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয় ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102