মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

গত ১৫ বছর বাংলাদেশ চলেছে ভারতের কথায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশ চলেছে পাশের দেশ ভারতের কথায়। তারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। কারণ, বিএনপি ধ্বংস করলেই বাংলাদেশকে দুর্বল করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার করতে চাইলে করুন, তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। কারণ, সংস্কার একটি প্রক্রিয়া, যা জনগণের অধিকার নিশ্চিতের মাধ্যমে হওয়া উচিত।

তিনি আরও বলেন, ২০২০ সালের পর থেকে আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আমরা মুক্তি পেয়েছি, তবে সেটি পুরোপুরি নয়। আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে।

ফলদা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102