নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার কার্যকরী কমিটির দুটি গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। এক গ্রুপের একাংশ শিক্ষক বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অপর দিকে মূল কার্যকরী কমিটি এটাকে মিথ্যা ভিত্তিহীন বলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
রোববার বিকালে (৪ এপ্রিল) ২০২৫ ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক লিখিত বক্তব্য বলেন কতিপয় শিক্ষক আওয়ামী লীগ পন্থী শিক্ষকের মদদে বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে চরম মিথ্যাচার করেছে। মাত্র ৬ মাসের মধ্যে বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এরা ফ্যাসিস্টদের সমর্থনে যা করছে শ্রীঘ্রই সাংগঠনিকভাবে এদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
গত শনিবার বিকেলে বর্তমান কার্যকরী কমিটির কতিপয় শিক্ষক উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে অর্থ আত্মসাৎ করেছে শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক শিরোনাম সংবাদ সম্মেলন করেছে। কতিপয় ৭ জন শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক দিলোয়ারা সুলতানা, শিক্ষক আশরাফুল ইসলাম, মোশাররফ হোসেন, রেজাউল করিম মাসুদ প্রমূখ।