মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক

বাংলাদেশের মানুষ কেউ ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন করে না-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নারী, শিশু ও বৃদ্ধসহ সকলকেই নির্বিচারে হত্যা করা হচ্ছে। ছোট ছোট শিশুরা জানে না কীভাবে তার ওপরে বোমা পড়ছে।

মুসলিম রাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে। গণহত্যা চালিয়ে কেউ কখনও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, ইসরায়েলও পারবে না। তাদের ধ্বংস অনিবার্য। পৃথিবীর ইতিহাসও তাই বলে। শুধু মুসলমান হিসেবে নয়, বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) টাঙ্গাইলে জেলা ছাত্রদল আয়োজিত ফিলিস্তিন মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করা হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ কেউ ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন করে না। বাংলাদেশের মতো বিশ্বের সকল দেশেই বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। যে শিশুটি মারা যাচ্ছে তার কী দোষ,? তার কী অপরাধ! সেজন্য সারা বিশ্বের মানুষ ইসরায়েলি পণ্য বর্জন করছে। আজকের সমাবেশের নেতা-কর্মীরাও ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরাক-ইরান যুদ্ধে ভূমিকা পালন করেছিলেন। আমরা কোনো গণহত্যাকে সমর্থন করব না। এ গণহত্যাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখান করি ও নিন্দা জানাই। এ গণহত্যার বিচার দাবি করছি।

এছাড়াও গণহত্যার জন্য বিশ্ববাসীকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কয়েক মাস আগে দেশ থেকে এক ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। তারাও নির্বিচারে দেশে গণহত্যা চালিয়েছিল। খুনি শেখ হাসিনা এ দেশের ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। প্রায় আট শিশুকে গুলি করে হত্যা করেছে। মায়ের কোলে সন্তান, বাবার কোলের সন্তান ও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা। তার দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102