টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার দুই বন্ধু। মঙ্গলবার (৬ মে) সকাল ১১টার দিকে টাঙ্গাইল শালগ্রামপুর আঞ্চলিক সড়কের উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী গোরস্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি কালিহাতী উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। তিনি দেশের বাহিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
আহতরা হলেন মোটরসাইকেল আরোহী একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।








