মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মধুপুরের পাহাড়ীয়া গড়াঞ্চলে নতুন ধরনের আদা চাষে কৃষকরা আনন্দে চাপড়ী ও গারো বাজারে হোটেলে মোবাইল কোর্ট, ২৩ হাজার টাকা জরিমানা মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের শিক্ষা খাত ধ্বংসের পথে গিয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষার পথে আনতে হবে। বিএনপি সেই কাজটিই করবে।

তিনি বলেন, আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে। যাতে তরুণসমাজ বিভ্রান্ত না হয়।

রোববার (০১ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হল রুমে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের তারেক রহমান জাতির সামনে বলেছেন আল্লাহর রহমতে বিএনপি যদি কামিয়াব হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। আপনাদের সকলকে বলি ইনশাআল্লাহ ৩১দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। শিক্ষাক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি সব ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, সেটা অবশ্যই ঠিক করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, এই বাংলাদেশকে সামনে নিয়ে পথ চলতে চাই। আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। ত্রিশ লাখ শহীদদের রক্তের বিনিময়ে আর কয়েক লাখ মা, বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীনতা এসেছে। কাজেই স্বাধীনতা সার্বভৌমত্ব ভিনদেশীরা বিনষ্ট করবে আমরা এটা হতে দেব না। বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।

আসন্ন ঈদুল আজহার পরদিন থেকে পিএলফসি চ্যাম্পিয়নশিপে বিদ্যালয়ের এসএসসি ২০১৩ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচের সাবেক ছাত্ররা দুইদিনব্যাপী টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালে মোহাম্মদ সাফি ইথেন বলেন, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাদের, ক্রীড়া শিক্ষক আব্দুল কদ্দুছসহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102