নিজস্ব প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলে সদর উপজেলা করটিয়া ইউনিয়নে মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু চৌধুরী।
পরিচালনা কমিটির সভাপতি কাজী আনোয়ারুল হক এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়া হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. নুরুল ইসলাম হারুন, করটিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওয়ারেছুর রহমান নেসার, প্রফেসর আঃ মমিন তালুকদার, মোস্তাফিজুর রহমান বাবলু, মীর সমির হোসেন বাদল, সৈয়দ জিল্লুর হোসেন সেলিম, অভিভাবক সৈয়দ মুহাম্মদ শরীফ, সাজ্জাদ জহির কিছলু প্রমুখ।
এসময় মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আঃ রশিদ মিঠু মিয়া স্মৃতি স্বরণ করে ৩৫০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।