নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) বিকেলে বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দ টিটন এতিম ও দুস্থ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্ণামেন্ট কমিটির সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয়।
খেলা উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল বারেক সরকার, ফুলকী ইফপি চেয়ারম্যান শামছুল আলম বিজুসহ অন্যন্যারা। খেলায় চৌধুরী মালঞ্চ ফুটবল একাদশ ১ ও নওগাও ফুটবল একাদশ দল ৫ গোলে বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।