নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে মহাসড়কে বাড়তি পরিবহনের চাপের কারণে প্রায় ১৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
বুধবার ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে কালিহাতীর পৌলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুইলেনেই পরিবহনের চাপ রয়েছে।