মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান। প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্স ড্রিল শ্যাডে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সিআইডি বিশেষ পুলিশ সুপার বেলায়েত হোসেন, নৌ পুলিশের বিশেষ পুলিশ সুপার হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএজবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) সোহেল রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে শোকাহত স্বজনদের হাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপহার তুলে দেন। এ সময় পুলিশ কর্মকর্তা ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের শোকাহত স্বজনহারা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী ১০১ জন বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights