নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বালু ভর্তি ট্রাকের চাপায় অটোরিক্সার চালকসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
শনিবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চান্দুলিয়া গ্রামের অটো চালক উজ্জ্বল মিয়া (৩৫) ও কদিম দেওহাটা গ্রামের সুশান্ত বাকাঁলী (৩৫)।
পুলিশ ও প্রতক্ষদর্শী জানায়, ব্যাটারিচালিত অটোচালক উজ্জ্বল মিয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন ধরে দেওহাটা থেকে গোড়াই যাওয়ার পথে গোড়াই মিল গেইট এলাকায় পৌঁছালে দ্রুত গতির বালু ভর্তি একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই অটোরিক্সার এক যাত্রী নিহত হন। গুরুতর অবস্থায় আহত চারজনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল জানান, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।