নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে কার্ভাডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। রোববার (৩১ মার্চ) সকালে সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলপাই বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাইভেটকারচালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইলিয়াস হোসেন (৩৫) ও যাত্রী সিরাজগঞ্জের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)।
আহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রাহ্মনবাড়ীয়ার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে আনিছুর রহমান (৫৫), সিরাজগঞ্জ সদরের মৃত মতিয়ার রহমানের ছেলে মাহফুজুর রহমান আলাল (৫৩)।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুল রহমান বলেন, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। নগরজলপাই এলাকায় পৌঁছলে কার্ভাডভ্যানের পিছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক নিহত হন। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।