নিজস্ব প্রতিনিধিঃ “সচেতনতা,স্বীকৃতি,মুল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” প্রতিপাদ্যে মঙ্গলবার (২ মার্চ) সারাদেশের মতো টাঙ্গাইলেও বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন মিয়াসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।