নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপু্রে ‘গুড নেইবারস বাংলাদেশ, সখীপুর সিডিপির আওতাধীন প্রকৃতি ও শান্তি সংঘের উদ্যোগে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার কালিয়ান পাড়া সিডিপি প্রাঙ্গনে এ গাছের চারা বিতরণ করা হয়।
সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র মোহাম্মদ মজিবর, ইছাদিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,কালিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, গজারিয়া শান্তিকুন্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া,প্রকৃতি ও শান্তি সংঘের সভাপতি শরীফ মিয়া ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ প্রমুখ।
এ সময় শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়।