নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল নাগরপুরে তিনদিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বারটান ট্রেইনার ফারুক। উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজাসহ অন্যরা।