মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

কালিহাতীতে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য বেঞ্চ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য উঁচু -নীচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা)’র সহযোগিতায় ও কালিহাতী উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২১১ সেট বেঞ্চ বিতরণ করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল ও জাইকা প্রতিনিধি (ইউডিএফ) হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি.এ.টু আবুল কালাম আজাদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights