নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ভালো কাজ করে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আমি মরে গেলেও আমার কাজগুলো মানুষের সাথে কথা বলবে এমন কাজ করতে চাই।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘আয়নার মতো পরিষ্কার বোঝা যাচ্ছে আগামীতে বিএনপি সরকার গঠন করবে।