টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলার নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বেতডোবা মোড়ে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর মাঝে তিনি অর্থ সহায়তা প্রদান করেন।
অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা দুর্ঘটনা-দুর্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে আছি। সমাজে সম্মান এবং সমতার ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।
ঘুষ-দুর্নীতি, মাদক-সন্ত্রাসমুক্ত নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এজন্য দাঁড়িপাল্লা প্রতীকে সবার সমর্থন চায় জামায়াতে ইসলামী।
কালিহাতী পৌর জামায়াতের আমীর মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারী এম এম হেলাল বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম এনামুল হক, ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা সুলতান উদ্দিন, ফারুকুল ইসলাম, হযরত আলী, কার্যকরী সভাপতি প্রকৌশলী রাশেদুল হাসান রাতুল প্রমুখ। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে আগুনে পুড়ে জামিল হোসেনের মুদি দোকান, রঞ্জিত পাল ও রমেশ রাজবংশীর জুয়েলারি ওয়ার্কশপ ক্ষতি হয়।