আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র এমপি প্রার্থী আসাদুল ইসলাম আজাদ বলেন, আমি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। সেইসঙ্গে বেকারত্ব দূরীকরণ মধুপুর-ধনবাড়ী দুই উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে উদ্যোগ নিয়েছি। যাতে করে যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে না তাদেরকে সেই কারিগরি প্রতিষ্ঠানে উন্নত মানের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দেশে দক্ষ জনবল গড়ে তুলবো ইনশাআল্লাহ্। মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, ধনবাড়ীর বিএনপি নেতা মঞ্জু ফকির, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতারা সভায় বক্তব্য দেন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে শনিবার বিকালে মধুপুরের ফাজিলপুরের কর্নেল আজাদের নির্বাচনী সমাবেশ সফল করার আহ্বান জানান বক্তারা। সভায় মধুপুর-ধনবাড়ীর কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, শুক্রবার বিকালে মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলার দুই হাজার গর্ভবতী মা’দের মাঝে স্বতন্ত্র এমপি প্রার্থী কর্নেল আজাদ পুষ্টিকর খাবার বিতরণ করেন।