মধুপুরে বিএনপি নেতা মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিল করে এডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেয়ার দাবীতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা।
শনিবার দুপুরে প্রথমেই বিভিন্ন এলকা থেকে কর্মী সমর্থকরা ছোট ছোট মিছিল নিয়ে মুহাম্মদ আলীর ব্যাক্তিগত অফিসের সামনে এসে জমায়েত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি আনারস চত্তরে এসে রাস্তা অবরোধ করে বসে পরে মিছিল নিয়ে আসা কর্মী সমর্থকরা।
ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। এসময় বক্তারা বলেন জনসমর্থন না দেখেই মধুপুরে মাহবুব আনাম স্বপনকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। মধুপুরের বিএনপি নেতাকর্মীরা কেউ তার পাশে নাই। তাই পূনরায় বিবেচনা করে মধুপুর-ধনবাড়ির জনপ্রিয় নেতা মোহাম্মদ আলীকে মনোনয়ন দেয়ার দাবী করেন তারা।
এদিকে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পরে চালক ও যাত্রীরা। প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।