টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা দেশব্যাপী চলমান কর্মবিরতিতে থাকায় বার্ষিক পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আহ্বানে তারা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করেছেন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় এমন চিত্র দেখা গেছে। এ সময় বিদ্যালয়ের বাইরে শিক্ষকরা কর্মবিরতি পালন করছিলেন। পরীক্ষাকেন্দ্রের বাইরে ও স্কুলের আঙিনায় অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। হলের ভেতরে পরীক্ষাকেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন অভিভাবকদের কেউ কেউ।
অভিভাবকরা জানান, শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই সন্তানদের কথা ভেবে প্রধান শিক্ষকের আহ্বানে সাড়া দিয়ে তারা নিজেরাই পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। ওই জেলার সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন বলে জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল পারভেজ বলেন, ১১তম গ্রেডের দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। যতক্ষণ না প্রজ্ঞাপন জারি করে ততক্ষণ কর্মবিরতি পালিত হবে বলে শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় পরীক্ষার ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হচ্ছে। সংকট মোকাবেলায় অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া হচ্ছে।