মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক

ঘাটাইলে বিএনপির ইফতার মাহফিলে সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়ার উপস্থিতি নিয়ে তৃণমূলে ক্ষোভ ও হতাশা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলে বিএনপি’র ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল মঞ্চে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়ার উপস্থিতি নিয়ে তৃণমূলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

গত ১৮ই মার্চ উপজেলা ও পৌর  বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইল আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহাদাত হোসেন শামীম, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজীম রানা, উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সদস্য শফিকুল   ইসলাম রতন, শ্রমিক দলের আহ্বায়ক সুফি সিদ্দিকী প্রমুখ।

জানা যায়, ১৯৭৮ সালে আব্দুর রশিদ মিয়া আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে আবার জাতীয় পার্টিতে যোগদান করেন। এরপর ২০১৮ সালের নির্বাচনে তিনি কৃষক শ্রমিক জনতা লীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করে মনোনয়ন চান। মনোনয়ন না পেয়ে ২০১৮ সালের ভোটারবিহীন নির্বাচনে তিনি সরাসরি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন ও নৌকায় ভোট প্রার্থনা করেন। পরবর্তীতে তিনি ঘাটাইল পৌরসভার মেয়র হয়ে আওয়ামী লীগের এমপি ও সভাপতির সাথে যোগসাজস করে মেয়র পদটি ধরে রাখেন ও আওয়ামী লীগের কাউন্সিলের সময় গোটা উপজেলা জুড়ে তিনি আওয়ামী লীগের নেতাদের ছবির সংবলিত ফেস্টুন ব্যানার ও তোরণ নির্মাণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আবারও বিএনপিতে ঢোকার চেষ্টা করছেন বলে দাবি  বিএনপির একাংশের নেতাকর্মীদের। তারা বলছেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল হক নাসিরের সাথে সাবেক মেয়রের ছবি ফেসবুকে ভাইরাল হলে তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নির্দেশনা উপেক্ষা করে মঞ্চের সামনে প্রথম সারিতে সাবেক মেয়রের উপস্থিতি ও বক্তব্য নিয়ে স্থানীয় নেতা-কর্মীরা বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা ফেসবুকে ইফতার মাহফিলের ছবি শেয়ার ও পোস্ট করে নাসিরকে দ্রুত দল থেকে বহিষ্কার ও উপযুক্ত বিচার দাবি করেছেন। তারা বলছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এই নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন?

এ ব্যাপারে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা হতাশা ব্যক্ত করে বলেন, দলের ক্রান্তিলগ্নে আমরা অসংখ্যবার জেল জুলুম নির্যাতন সহ্য করেছি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, শ্রম ও অর্থ দিয়ে দলের ঐক্য ধরে রেখেছি, দুঃসময়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করিনি। অথচ সাবেক এই মেয়র কিভাবে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্যর সাথে একই মঞ্চে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

ঘাটাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মনজুরুল  ইসলাম মঞ্জু বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ও বিএনপির হাইকমান্ডকে এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102