ভৈরবে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী নুরুল কাদের সোহেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
সংবাদ দাতার নাম
প্রকাশের সময় :
শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
৪৩২
বার পড়া হয়েছে
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ গতকাল ৪ জানুয়ারি ২০২৪ইং বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গকুলনগর বাজার বালুর মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৬ (ভৈরব-কুলিয়ারচর) নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি থেকে মনোনীত লাঙ্গল মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল কাদের সোহেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ ৬ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহকরে মনোনয়ন বোর্ডের অংশ গ্রহণকারী ও ভৈরব পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ, ভৈরব উপজেলা জাতীয় পার্টির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জালালি, যুগ্ম সাধারণ সম্পাদক,ভৈরব উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ছাবির উদ্দিন রাজু, ভৈরব পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন,উপজেলা জাতীয় পার্টির নেতা সম্পাদক আব্দুল মান্নান মিয়া, যুবসংহতির নেতা নবী হোসেন শান্ত, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা সোহাগ মিয়া প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আগানগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ভৈরব উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া।
উক্ত মতবিনিময় সভা পরিচালনা করেন ভৈরব পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।
সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সভায় নুরুল কাদের সোহেল বলেন, আমি নির্বাচিত হলে ভৈরব কে জেলা বাস্তবায়ন করা হবে, ভৈরব বাজার থেকে আগানগর ইউনিয়ন হয়ে মেন্দিপুর পর্যন্ত ৮ কিলোমিটার মেঘনা নদীভাঙ্গন রুদে বাদ নির্মাণ করা সহ ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কার্যক্রম করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা ও আগানগর ইউনিয়ন এর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি,কৃষক পার্টি,শ্রমিক পার্টি,জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মী সহ জাতীয় পার্টির সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।