বিনোদন ডেস্কঃ অবশেষে অপেক্ষার অবসান। ‘পুষ্পা ২’ এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন ছবির টিম। ‘পুষ্পা’ ছবির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ১৫ই আগস্ট মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। জানা গেছে, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকি, ক্লাইমেক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে সাফল্য পেয়েছিল, সে কথা মাথায় রেখেই ‘পুষ্পা ২’ তৈরি করছি।