নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বার সমিতির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) মাহবুবুর রহমান এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান।
এতে সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি এডভোকেট মঈদুল ইসলাম শিশির। সঞ্চালনা করেন বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম মনসুর আহমেদ খান বিপন। পরিচালনায় ছিলেন বার সমিতির ক্রীড়া সম্পাদক এডভোকেট অনুপম দে অপু। পরে বার সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। বিভিন্ন কোর্টের অন্যান্য বিচারকগণ এ সময় উপস্থিত ছিলেন।