নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, স্বাধীকার স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়ে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। বাঙালীর হাজার বছরের ইতিহাসের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল সংগ্রামে অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এই হাজার বছরের মহাকাব্যের মহানায়ক হলো বঙ্গবন্ধু। তিনি স্বপ্ন দেখেছিলেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। আজ তারই কন্যা দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত, সমৃদ্ধশালী করে তুলেছেন। শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে উন্নত বিশে^র কাতারে। ক্ষুদা, দারিদ্রমুক্ত দেশ হিসেবে আজ সারাবিশে^ বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। এ সময় মধুপুর পৌরসভার মেয়র ছিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহসভাপতি ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকীসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় স্মৃতি সৌধে সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসব অনুষ্ঠানে সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।