মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই হত্যাকাণ্ড মামলায় হাসিনার মৃত্যুদণ্ড বিএনপির যেসব আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত মধুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত, বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা মধুপুরে বাস নিয়স্ত্রন হারিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু প্রার্থী পরিবর্তনে মহাসড়ক অবরোধ করেন মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা মধুপুরে আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ মধুপুরে স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে মোহাম্মদ আলীর সমর্থকদের বিক্ষোভ মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন টাংগাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ভূঞাপুরে চাঞ্চল্যকর মাদ্রাসা শিক্ষক হত্যা মামলার আসামী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার চাঞ্চল্যকর মাদ্রাসা শিক্ষক আব্দুল হক (৫৬) হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ছবুর (৫০) কে টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন সখিপুর পৌরসভাস্থ কাঁচা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সোমবার (১লা এপ্রিল) আনুমানিক রাত ৯ টার দিকে টাঙ্গাইল জেলার সখীপুর থানাধীনপৌরসভাস্থ কাচাঁ বাজার থেকে উক্ত মামলার এজাহারনামীয়  ৩নং আসামী ছবুর (৫০)কে আটক করা হয়। তার পিতার নাম মৃত ওয়াজেদ আলী।

গত ১৫/০২/২০২৪ খ্রিঃ তারিখ ভিকটিম মাদ্রাসা শিক্ষক আব্দুল হক মিয়া (৫৬) তার পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে আসামি জয়নব বেগম (৩৮) এর বাড়িতে যান। কিন্তু ঐদিন ভিকটিম আব্দুল হক মিয়া বাড়ি ফিরে না এলে পরের দিন আব্দুল হক মিয়ার স্ত্রী মোসাঃ আয়শা খাতুন (৫১) টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় আসামি জয়নব এর দেখানো মতে জয়নব এর বাড়ির উঠানের মাটির নিচ হতে তার স্বামী আব্দুল হক মিয়ার মৃতদেহ উত্তোলন করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী মোসাঃ আয়শা খাতুন (৫১) বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী ছবুরসহ ৪ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামীরা গ্রেফতার এড়াতে ঘটনার পর পরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। উক্ত আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-১৪, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান জানার চেষ্টা করে।

এ ঘটনায় র‌্যাব-১৪ এর উপ পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম বলেন, উক্ত ঘটনায় ৪ জন আসামীর মধ্যে ১লা এপ্রিল টাঙ্গাইল জেলার সখীপুর থানাধীন পৌরসভাস্থ কাচাঁ বাজার থেকে উক্ত মামলার এজাহারনামীয় ৩নং আসামী ছবুর (৫০)কে আটক করা হয়। উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত আছে। উক্ত এজাহারনামীয় আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ভূঞাপুর থানায় ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102