নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার সদর উপজেলায় প্রতিদ্বন্দি প্রার্থীদের জমা দেয়া মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন
উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ। মনোনয়ন পত্র দাখিল করেন চেয়ারম্যান পদে আট জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এরা হচ্ছেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামস উদ্দিন, সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলী, জাতীয় পার্টি নেতা সোহেল রহমান।
ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেন তারা হলেন রেজাউল করিম, এস এম হায়দার আলী, সোহেল রানা, হযরত আলী, সাইফুল ইসলাম, ইসতিয়াক আহমেদ রাজীব, আজগর আলী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেন তারা হলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উষা আকতার, পপি গুহ।