নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস মৃধা (৭০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিম ধল্যা নামক স্থানে ট্রাকের চাপায় তিনি মারা যান।
ইদ্রিস মৃধা উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের মৃত আরফান আলী মৃধার ছেলে।
পুলিশ জানায়, ইদ্রিস মৃধা টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে মির্জাপুরে ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।