নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজানের বলদীআটা (ছাত্তারকান্দি) বাসস্ট্যান্ড এলাকায় গত শুক্রবার রাতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করছে ধনবাড়ী উপজেলা, পৌর ও সব ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা।
জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপিসহ প্রত্যেক ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তাৎক্ষণিকভাবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন তারা। সম্মেলনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপনসহ নেতৃবৃন্দ।