নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে কিডনি রোগে আক্রান্ত বাবা আয়নাল (৩২) হককে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত ভ্যান চালাচ্ছে ১০ বছর বয়সী তামিম। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হামেরমোড় এলাকায় আয়নাল হকের বাড়িতে গেলে তার পরিবার ও স্থানীয়রা জানায়, আয়নাল গত এক বছর ধরে কিডনি রোগে ভুগছে। উন্নত চিকিৎসা করানোর মতো তাদের টাকা নেই। জানা যায়, চার মাস আগে একটি এনজিও থেকে তিনি ৫০ হাজার টাকা তুলে ব্যাটারিচালিত একটি ভ্যান কেনেন। প্রতি সপ্তাহে তার এক হাজার টাকা করে কিস্তি দিতে হয়। নিয়মিত কিস্তি পরিশোধ করতে না পারায় তার ভ্যান কিছুদিন আগে এনজিও আটকে দিলে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় ভ্যান ফেরত পান।
অসুস্থ আয়নালের বাড়িতে গিয়ে দেখা যায়, তার ছেলে তামিম (১০) ব্যাটারিচালিত ভ্যান ধোয়ামোছা করছে। তামিম জানায়, ‘বাবার বড় রোগ হয়েছে। ডাক্তার বলেছে- বাবাকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন। বাবার অত টাকা নেই। তাই বাবার চিকিৎসার টাকা জোগাড় করতেই এখন সে ভ্যান চালাই।’
আয়নাল বলেন, গত এক বছর আগে আমার কিডনিতে বড় রোগ ধরা পড়েছে। এ পর্যন্ত চার লাখ টাকা খরচ করে ফেলেছি। এখন রোগটা আরো জটিল ধারণ করেছে। ডাক্তার জানিয়েছে, দ্রুত উন্নত চিকিৎসা না করালে আমার বেঁচে থাকা সম্ভব নয়। ‘ছেলেটা স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ত। আমার জন্য পড়াশোনা বাদ দিয়ে এখন ভ্যান চালায়।’ সবার দোয়া এবং সহযোগিতা চেয়ে আয়নাল বলেন, ‘আমি আমার ছোট এক ছেলে ও এক মেয়ের জন্য বাঁচতে চাই। আপনারা দয়া করে আমাকে বাঁচান।’
কালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হবি মিয়া জানান, ‘আয়নাল হক অত্যন্ত দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত। কিছুদিন আগে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আয়নালের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা এনে দিয়েছি। তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকা দরকার।’