মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ৫ এপ্রিল কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দুই পর্বে আলোচনা সভা ও কবি সাহিত্যিকদের পরিবেশনায় এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়।
১ম পর্বে কবি সাহিত্যিক ও কলামিস্ট সাদেক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত লেখক সংগীতশিল্পী সৈয়দ নূরুল ইসলাম তারা মিয়া, লেখক ও গবেষক মো. মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক, গবেষক, ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লোক গবেষক অধ্যাপক মহিবুর রহিম, লেখক, কবি,গবেষক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আইয়ূব বিন হায়দার, সাংবাদিক ও সাহিত্যিক শামসুল আলম সেলিম, লেখক ও গবেষক আ. ফ. ম শহীদুল্লাহ ফারুকী, কবি ও প্রাবন্ধিক, ইসমাইল মুফিজী, কথা সাহিত্যিক শাদমান শাহিদ প্রমুখ।
২য় পর্বে কবি সানাউল্লাহ খানের সঞ্চালনায় কবি ও পিএইচডি গবেষক জহির সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক, সাংবাদিক ড. মাহবুব হাসান, প্রথান আলোচক কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক সোলায়মান আহসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি সম্পাদক মনসুর আজিজ, কবি সম্পাদক আফসার নিজাম, কবি সাহিত্য সমালোচক তাজ ইসলাম, কবি গল্পকার রহমান মাজিদ, কবি সম্পাদক হাসনাইন ইকবাল প্রমুখ।
প্রথম পর্বের প্রধান অতিথি প্রাবন্ধিক, গবেষক, ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম খুবই চমৎকারভাবে কিশোরগঞ্জসহ ভৈরবের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন।
আলোচকরা সাহিত্য নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন এবং কবিতা আবৃত্তি করেন। পরে ৩য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।