মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

First Online Newspaper in Madhupur

ঘাটাইলে সরকারি বনের জমি দখল করে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে সরকারি বনের জমি দখল করে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর মৌজার সাগরদিঘী বিট আওতাধীন কামালপুর গ্রামের সোবহান মার্কেটে বনের জমিতে দুই তলা দোকান ঘর নির্মাণ করছেন কামালপুর গ্রামের এক গৃহবধু।

সরেজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ধলাপাড়া রেঞ্জের সাগরদিঘী বন বিট অফিসের আওতাধীন কামালপুর মৌজা ১৮ দাগের ১৭ শতাংশ ৮ নং প্লটটি কামালপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. নাজিম উদ্দীনের নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়।

প্লটের মালিক মো. নাজিম উদ্দীন ১৭ শতাংশ প্লট থেকে ২ শতাংশ সরকারি বনের জমি গোপনে কামালপুর গ্রামের আমজাদের স্ত্রী ফুল খাতুনের কাছে বিক্রি করে দেয়।

পরে প্লটের জমির উপর বনের গাছ কেটে ফেলে দিয়ে নাজিম উদ্দীনের সাথে আমজাদ আলীর স্ত্রী ফুল খাতুন সমন্বয় করে এলাকার কয়েকজন প্রভাবশালী মহলের মাধ্যমে বন বিভাগ কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি বনের জমি দখল করে একটি দুই তলা দোকান ঘর নির্মাণ কাজ করে যাচ্ছেন আমজাদ আলীর স্ত্রী ফুল খাতুন।

নাম না বলার শর্তে স্থানীয় কয়েক ব্যক্তি জানান, সাগরদিঘী বন বিট অফিস কামালপুর মৌজা ১৮ দাগের ১৭ শতাংশ ৮ নং প্লটটি কামালপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. নাজিম উদ্দীনের নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়।

প্লটটির উত্তরে রাস্তা, দক্ষিন বাগান, পূর্বে বাইদ ভূমি এবং পশ্চিমে রাস্তা। দক্ষিণের সামনে থেকে ২ শতাংশ জমি মো. নাজিম উদ্দীন, ফুল খাতুন এর কাছে বিক্রি করে দেয়।

বিট কর্মকর্তাকে ফোন দিয়ে অবগত করলে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কিন্তু ঘর ভাঙ্গার কোন পদক্ষেপ না নিয়ে মৌখিকভাবে বলে যায়। বিট অফিসের লোকজন যাওয়ার পরপরই দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে।

এলাকার প্রভাবশালী মহলের মাধ্যমে সাগরদিঘী বন বিট কর্মকর্তাকে ম্যানেজ করেই ওই দোকান ঘর নির্মাণ কাজ করে যাচ্ছেন।

প্লটের মালিক নাজিম উদ্দীন জানান, ৮ নং প্লটটি দক্ষিণ পাশে সামনে থেকে ২ শতাংশ জমি তিন বছর আগে ফুল খাতুন এর কাছে বিক্রি করেন, সেই জমিতে তিনি দুইতলা দোকান ঘর নির্মাণ কাজ করছেন।

ফুল খাতুন জানান, অনেক টাকা দিয়ে জমিটুকু কিনেছেন। মো. নাজিম উদ্দীন এর কাছ থেকে জমি কিনে নিয়ে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেছি। স্বামী থাকে বিদেশ সে এত কিছু বুঝে না। সবকিছুই করে দেয় তার চাচাত ভাই শহিদুল, তার সাথে যোগাযোগ করেন।

সাগরদিঘী বিট কর্মকর্তা আসাদুজ্জামান টিটু মুঠো ফোনে জানান, বিষয়টি আমি দেখছি। দোকান ঘরের নির্মাণ কাজ আর করতে পারবে না। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights