মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :

টাঙ্গাইলে পথনাট্য উৎসব অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘নাটকের শাণিত তরবারি, রুখবেই অনিয়ম-দুর্নীতি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় পথনাট্য উৎসব কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই পথনাট্য উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত পথনাট্য উৎসবে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহা। মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার শরফুদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইলের সাংস্কৃতিককর্মী কল্যাণ সংস্থার সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে কার্যকরী কমিটির সদস্য মু. জোবায়েদ মল্লিক বুলবুল। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গণসঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা এলেন মল্লিক।

পথনাট্য উৎসবে টাঙ্গাইল থিয়েটার সম্বিত সাহা রচিত নাটক ‘রুটি মানচিত্র এবং একটি গোল চাঁদ’ পরিবেশন করে। নাটকটির নির্দেশনায় ছিলেন শফিকুল ইসলাম লেবু এবং নাট্য তত্ত্বাবধানে ছিলেন, রতন দত্ত ও শাহ্ মো. ইসরাইল। এরপর পরিবেশিত হয় টাঙ্গাইলের সংকেত নাট্য দলের নাটক আসাদুজ্জামান রাব্বি রচিত ‘রূপান্তর’। নির্দেশনায় ছিলেন মনিরুজ্জামান ময়না ও শামীম আল মামুন।

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি ও পৌরসভার সার্বিক সহযোগিতায় আয়োজিত নাট্য উৎসব সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিপ্লব দত্ত পল্টন ও প্রকৌশলী জাহাঙ্গীর খান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102