নিজস্ব প্রতিনিধিঃ বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে শুভ নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরুখ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, বাসাইল থানার ওসি মাজহারুল আমিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়া সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।