মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত মধুপুরে কৃষি মেলা-২০২৫ এর উদ্বোধন বেকারত্ব দূরীকরণে শিল্পাঞ্চল গড়ায় গুরুত্ব দেওয়া হবে-মধুপুরে ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর পৌরসভার ২০২৫–২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা মধুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মধুপুরে মৃত ব্যক্তিকে দাফনে মামার বাধা মধুপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত “এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে” প্রতিষ্ঠার ৪৪ বছরে প্রথম মধুপুর আদর্শ ফাজিল মাদরাসার সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা মধুপুরে বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত অতিরিক্ত ভাড়া ও মাপে কম দেয়ার অপরাধে মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুপুরে মাটি কাটার দায়ে দুইজনকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মধুপুর গড়ের লাল মাটি আনারস কলা ধান আদা হলুদ পেঁপেসহ নানা কৃষি ফসলের জন্য বিখ্যাত। মাটির উর্বরতা শক্তি বেশি থাকার কারণে এসব ফসল ভালো জন্মে থাকে। উর্বর শক্তি সম্পন্ন মাটির ঐতিহ্য নষ্ট করতে এক শ্রেনীর অসাধু মাটি ব্যবসায়ী ও মাটি খেকোরা তৎপর। তারা মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। জমজমাট মাটি বানিজ্যে নেমেছে। টপ সয়েল বিক্রি করে দিচ্ছে বাড়ি বাড়ি ইটভাটাসহ নানা স্থানে। অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন তৎপর থাকার কারণে মাটি খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে জরিমানা করা অব্যাহত রেখেছে। প্রশাসন রাত ও দিনে অভিযান পরিচালনা করে যাচ্ছে। অপ্রতিরোদ্ধ মাটি খেকোদের বিরুদ্ধে গতরাতে মধুপুর উপজেলা প্রসাশন অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে ৫০ হাজার করে মোট এক লক্ষ টাকা জরিমানা করেছে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে পাহাড়ী মাটি কাটা রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় প্রশাসন।

এ সময় আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া গ্রামে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কেটে বিক্রির দায়ে এক জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয় এবং মধুপুর পৌরসভার ওলিপুর গ্রামে মাটি বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদন্ড প্রাপ্তরা হলো-ওমর ফারুক (৫৫)। সে আলোকদিয়া ইউনিয়নের ধামাবাশুরী গ্রামের শুকুর মাহমুদের ছেলে। অপরজন আমজাদ হোসেন (৬৫)। সে মধুপুর পৌরসভার অলিপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। উভয়কে ৫০ হাজার করে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, মধুপুরের বিভিন্ন ইউনিয়ন ও স্থানে অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা রোধকল্পে মধুপুর উপজেলা উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটির কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। খবর পাওয়া মাত্রই দিন রাত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102