নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সোমবার (৬ মে) বিকেলে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীলের নেতৃত্বে এ কর্মসুচীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।