নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার পন্ডুরা সেওড়াতলা এলাকার শফিকুল ইসলামের ছেলে রাহীম শুক্রবার (৭ জুন) বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িসহ উপজেলার বিভিন্ন এলাকায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পড়নে ছিল- হালকা খয়েরী রংয়ের ফুলশার্ট ও
কালো রংয়ের ফুলপ্যাণ্ট। তার গায়ের রঙ ফর্সা। রাহীম মধুপুর উপজেলার কুড়ালিয়া বিকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্কুলছাত্র রাহীমের বাবা শফিকুল ইসলাম জানান, শুক্রবার (৭ জুন) বিকালে তার ছেলে রাহীম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ছেলের শোকে তার মা পাগলপ্রায়।
কেউ ছেলেটির সন্ধান পেলে নিম্ন দেওয়া তার বাবার মোবাইল ০১৭৩৬-২০৬২৭১ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।