নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ৯ জুন, প্রতিমা বংকী গ্রামের অহংকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ২০০৯ সালের এই দিনে সখিপুরের মাধ্যমিক শিক্ষা বিস্তারে অন্যতম অগ্রনায়ক সখিপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত এস.এম আজহারুল ইসলাম পরলোক গমন করেন। গতকাল সকালে শ্রদ্ধেয় স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনায়,তার কবরে ফুল দেওয়া,আলোচনা ও দোয়ার মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক সাঈদ আজাদসহ অনেক গুণগ্রাহী।
আলেচনায় বক্তারা বলেন আজাহার স্যার সারা জীবন সখিপুরের শিক্ষা বিস্তার, মানুষের মানবিক বিকাশ, নারী প্রগতি ও সংস্কৃতি বিকাশে কাজ করেছেন। তিনি ছিলেন আমাদের সাবেক সাংসদ শওকত মোমেন শাহজাহানের জয় যাত্রার অন্যতম স্বপ্ন সারথী।